নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশন এলাকায় অবস্থিত লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি অল্প সময়ের মধ্যেই একটি আদর্শ ও আস্থার শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামি মূল্যবোধের সঙ্গে আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিগত বছরগুলোতে প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় একসঙ্গে ১৬টি ও ১৩টি এ-প্লাস অর্জনসহ বিভিন্ন সরকারি বৃত্তি লাভ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব সাফল্য লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিকে অভিভাবক ও শিক্ষানুরাগী মহলের কাছে আরও বেশি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চলতি বছরেও বিভিন্ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, মেধা ও সাধারণ গ্রেডে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর ফলে জকিগঞ্জ উপজেলায় বৃত্তি অর্জনে প্রতিষ্ঠানটি শীর্ষ অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শালীনতার ওপর বিশেষ গুরুত্ব দেয় লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি। নিয়মিতভাবে জাতীয় ও ধর্মীয় দিবস পালন, শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ এবং মেয়েদের জন্য বাধ্যতামূলক পর্দা ব্যবস্থা প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থাকে করেছে নিরাপদ ও নৈতিকতাসম্মত।
এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষাগত অগ্রযাত্রা আরও সুদৃঢ় হয়েছে। বর্তমানে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড নাইন পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দ্বীনি আদর্শে আলোকিত হয়ে আধুনিক শিক্ষায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠুক। শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
