নতুন সরকারে সিলেট থেকে ডাক পেলেন ২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে যাঁদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদসচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে সিলেটের ২ জন এবং ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে সিলেটের একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
সিলেট থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। তিনি নবম জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।

সিলেট থেকে মন্ত্রীসভায় ডাক পাওয়া আরেকজন হলেন সামন্ত লাল সেন । তিনি সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন সামন্ত লাল সেন।

তাছাড়া প্রতিমন্ত্রী হওয়ার জন্য সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

নবীনতর পূর্বতন