জকিগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বই পড়া উৎসব উদ্বোধন

আলোকিত মানুষ হতে হলে ভালো মানের বই পড়তে হবে : বইপড়া উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::
'পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই' এই প্রতিপাদ্যকে সমানে রেখে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ইনোভেটর বই পড়া ও প্রতিযোগীতার বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী'র সভাপতিত্বে ও জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি'র সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দাররের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আফসানা তাসলিম, উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, ইছামতি কামিল মাদরাসা'র ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি'র সভাপতি মোঃ আজির উদ্দিন, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি'র সাবেক সভাপতি মোঃ কুতুবউদ্দিন,  জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  এম এ জি বাবর, ইছামতি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি মুনশি আলিম, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বাবু হরিপদ দত্ত, মৌলভি ছাইরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, স্বাগত বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন খান প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বই পড়ার অভ্যাস গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিভিন্ন শ্রেণীর পাঠক গড়ে তুলতে শিক্ষিত সমাজের প্রতি আহবান জানান। বইপড়ার অভ্যাস গঠনের পূর্বশর্ত হচ্ছে ভালাে বইয়ের সমারােহ।
বক্তাগণ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাঁরা, তাঁরা বেশি বেশি বই পড়তেন। আলোকিত মানুষ গড়ে তুলতে হলে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের বই বেশি বেশি পড়তে হবে, তাঁদের বই সঙ্গে রাখতে হবে। একদিন তোমাদের আলোতে আলোকিত হবে সমাজ, আলোকিত হবে দেশ। আমরা যদি মানুষে মানুষে জোড়া লাগাতে পারি, দেশটা একদিন জোড়া লেগে যাবে।’
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি জকিগঞ্জ গার্লস স্কুলের অডিটোরিয়ামে বইপড়ার উপর ২টি গ্রুপে (ক ও খ)  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  সেখানে  ১শ জন শিক্ষার্থী থেকে প্রতি গ্রুপ থেকে ৩ জন করে প্রতিযোগীকে  পুরস্কার প্রদান করা হবে।

নবীনতর পূর্বতন