সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জয়নাল আবেদীন জয় (৫৩)।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন মৃত সৈয়দ আলীর পুত্র এবং শরিফুল বিবির সন্তান। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার এলাকার শেখপাড়া গ্রামে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সেকান্দর আলী ও এএসআই (নিরস্ত্র) মো. এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১৪, তারিখ-২৯/১২/২০২৫ খ্রি.।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
