সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারবাজার পশ্চিমের মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ’ (এমপিএল)-এর ৬ষ্ঠ আসর। মিয়ারবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চলতি আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সভাপতি মো. বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী কামরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মজম্মিল আলী, শিহাব আহমদ, আব্দুল মানিক ও সুন্দর আলী, সংস্থার সহসভাপতি আব্দুর রশিদ আব্দুল্লাহ, ওসমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহির আহমদ ও ক্রীড়া সম্পাদক মাসুম রায়হান।
উদ্বোধনী খেলায় জেইডেন একাডেমিকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে সবুজ সাথী ক্রিকেট ক্লাব রায়কেলী বিজয়ী হয়।
এদিকে, ৬ষ্ঠ আসরের খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে।
