শাহ্ মাশুক নাঈম :
দোয়ারাবাজার উপজেলা আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মহসিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহসিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও দোয়ারাবাজার সদর ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সুরমা ইউপি সদস্য মনির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের টিম প্রতিনিধিরা, খেলোয়াড় ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মহসিন খান বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলাগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, উপজেলা আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
