বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২৯তম টি-২০ ক্রিকেট লীগ–২০২৬-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে পৌর শহরের প্রবাসী চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ট্রফি উন্মােচন করা হয়।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া। বক্তব্যে তিনি বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। তিনি আরও বলেন, “বিশ্বনাথের তরুণ ক্রিকেটারদের মাঝে যে সম্ভাবনা আমি দেখছি, তা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সুনাম বয়ে আনতে পারে।” তিনি স্থানীয় পর্যায়ে নিয়মিত টুর্ণামেন্ট আয়োজন ও প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না। বক্তব্যে তিনি বলেন,
মুমিন খান মুন্না বলেন, প্রবাসীরাও দেশের খেলাধুলার উন্নয়নে পাশে থাকতে চান। তিনি বিশ্বনাথের ক্রিকেটকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামীম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আফিজ আলী মেম্বার, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মামুন ও রুকন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
