দোয়ারাবাজারে টেংরাটিলা প্রিমিয়ার লীগের উদ্বোধন

 


শাহ্ মাশুক নাঈম :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে টেংরাটিলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, সুনামগঞ্জ জুবিলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও কাজী মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অংশগ্রহণকারী দলের প্রতিনিধি, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন