জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার আমলশীদ ক্যাম্প এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিজিবির একটি টহল দল আমলশীদ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। এ সময় আমলশীদ গ্রামের বাসিন্দা আবুল কালাম মিয়ার ছেলে নূরে আলম (২২) কে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
