সিলেটে সাবেক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ


বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মফিজুর রহমান বাবুল। তিনি বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও ন্যাশনাল ব্যাংক সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর শাখার সাবেক কর্মকর্তা।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাবেক কর্মস্থল ন্যাশনাল ব্যাংকে যাওয়ার জন্য বাবুলের কাছে একটি ফোন আসে। এরপর তিনি সিলেট শহরের পাঠানপাড়া শিববাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর নিখোঁজ বাবুলের পরিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫১৬) করেছেন।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন,বাবুলের সন্ধানে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন