রফীকুল ইসলাম মুবীন
মুহাম্মদ আকতার আল-হুসাইন। একজন সংগঠক, লেখক ও চিন্তক। যিনি যুক্তরাজ্যের প্রবাস জীবনে অবস্থান করেও কলমযুদ্ধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ “Basic Knowledge of Islam ও “রামাদ্বান মাহিনা” পাঠকপ্রিয়তা লাভ করেছে। লেখকের যে গ্রন্থটি পাঠকমহলে দ্যুতি ছড়াচ্ছে সেটি হলো বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে রচিত অমূল্য গ্রন্থ “রহমতে আলম।” রহমতে আলম গ্রন্থটি বিশাল সাড়ে ১৮ ফর্মায় সুবিন্যস্ত। এতে ২০ টি অধ্যায় রয়েছে। মহামূল্যবান অধ্যায়গুলো হলো-শুভাগমনের সুসংবাদ, ওয়ালাদাত শরীফ, সর্বশেষ নবী, ঈমানের হাকিকত. সুমহান মর্যাদা, সুমহান চরিত্র, আনুগত্য, ভালোবাসার সম্পর্ক, দুরুদ শরীফ পাঠ, পারিবারিক জীবন, আহলে বাইত, সাহাবায়ে কিরাম, অলৌকিক ঘটনা, কুরআনুল কারীম, ইসরা ও মিরাজ, মদীনায় হিজরত, উম্মতের শাফায়াত, বিদায় হজ্জের ভাষণ, হায়াতুন্নবী, যিয়ারতে মদীনা। প্রতিটি অধ্যায়ে আবার অনেকগুলো কলাম রয়েছে। যেমন-রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন অধ্যায়ে রয়েছে-পারিবারিক পরিচিতি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাদী মোবারক, নবীজীর ছেলে মেয়ে, মা জননীর প্রতি শ্রদ্ধাশীল, সকল স্ত্রীদের সাথে সমান ব্যবহার, স্ত্রীদের সাথে পর্যায়ক্রমে রাত্রি যাপন, স্ত্রীদের সবার কক্ষ আলাদা, স্ত্রীদের প্রতি প্রেম-প্রীতি ও ভালোবাসা, নিজের কাজ নিজেই করা উত্তম,স্ত্রীদের সাথে একত্রে পানি পান, স্ত্রীর চোখের পানি মুছে দিতেন, স্ত্রীদের প্রশংসা করতেন, স্ত্রীদের রাস্তা এগিয়ে দিতেন, স্ত্রীদের সাথে গোসল করতেন, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত, ধৈর্য ও বিচক্ষণতার সাথে সমাধান, স্ত্রীদের সালাম ও দোয়া দিতেন, স্ত্রীদের রসিকতা করতেন, স্ত্রীদের শারীরিক বা মানসিকভাবে আঘাত করেন নি, স্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসীগণ, পরিবারের জন্য ব্যায় করা, নবীজীর খাবারের তালিকা, নবীজীর বিছানা কেমন ছিল। এভাবে শুধুমাত্র পারিবারিক জীবন অধ্যায়টির কলামগুলো উল্লেখ করলাম। বর্তমান সময়ে নবীজীর পারিবারিক জীবনটা অনুসরণ করলে সমাজ ও পরিবার থেকে সব অশান্তি বিদূরিত হয়ে শান্তির সুবাতাস বইবে।
অলৌকিক ঘটনা অধ্যায়ে প্রিয় নবীজির ৩১ টি মুজেজা উল্লেখ করা হয়েছে; যেগুলো পাঠ করলে পাঠকের হৃদয়ে ঈমানের নুর প্রজ্জ্বলিত হবে।
হিজরত অধ্যায়ে ২৭ টি কলাম রয়েছে। যা পাঠান্তে পাঠকের হৃদয় মক্কা মদীনার অলি গলিতে বিচরণ করবে নিংসন্দেহে।
হায়াতুন্নবী অধ্যায়ে মোট ৯ টি কলামে লেখক সুনিপুনভাবে প্রিয়নবীজির দেহ মোবারক অক্ষত, অক্ষয় ও তাঁর হায়াতুন্নবীর কার্যক্রম পরিচালনার দলীল চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
সর্বশেষ, যিয়ারতে মদীনা অধ্যায়ে ২৭ টি কলামে প্রিয়নবীর শহর মদীনা যিয়ারতের গুরুত্ব তুলে ধরেছেন লেখক।
বইটির শেষপ্রান্তে এসে আখেরী ফরিয়াদ লিখে লেখক বইটির সমাপ্তি টানেন।
উন্নত কাগজে, উন্নত মলাটে জেলবাধাঁই বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ৪৫০ টাকা। “রহমতে আলম” গ্রন্থটি প্রকাশ করেছে আল-হুসাইন মিডিয়া। এটি বাংলাভাষায় সীরাতগ্রন্থসমূহের মধ্যে এক অনন্য সংযোজন। আমি বিশ্বাস করি-সচেতন পাঠক বইটি পাঠ করে নবীপ্রেমে উজ্জীবিত হবেন। অন্ধকার এই দুঃসময়ে খুঁজে পাবেন সত্যের এক দীপ্ত মশাল।
লেখক মুহাম্মদ আকতার আল-হুসাইনের কলমযুদ্ধ আরো দুর্বার ও শানিতবেগে এগিয়ে চলুক। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুন। উম্মাহর খেদমতে আল্লাহ তাঁকে উৎসর্গিত করুন। আমিন।
লেখক: সম্পাদক, মাসিক অভিযাত্রিক।
