জকিগঞ্জে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ

যুগের হাতেমতাঈ বড়ছাহেব কিবলাহর উপস্থিতিতে পরিণত হয় মানবতায় ভরা মিলনমেলায়


নিজস্ব প্রতিবেদক 

শীতের হিমেল হাওয়া আসার আগেই অসহায় মানুষের ঘরে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে জকিগঞ্জের গণিপুর ছাহেববাড়িস্থ আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স পরিণত হয়েছিল এক মানবিক মিলনমেলায়। রবিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্র প্রবাসী ফাজ ও সারফরাজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ ও ছাত্র–ছাত্রীদের ইউনিফর্ম প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগের হাতেমতাঈ খ্যাত, মানবতার মূর্ত প্রতীক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি নীরবে–নিভৃতে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে চলেছেন—এমন একজন মহতী ব্যক্তিত্বের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও বেশি অর্থবহ।

মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৈয়দ আবদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং লতিফি হ্যান্ডস ও মডার্ন ওয়াল আর্টের সহযোগিতায় দিনব্যাপী এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আয়োজনের অংশ হিসেবে বাদ যোহর বুখারি শরীফ খতম, আসরের পর শীতবস্ত্র বিতরণ, মাগরিবের পর জিকির, নসিহত, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। সবশেষে এশার নামাজের পর শিরনী বিতরণের মধ্য দিয়ে মহতী এ আয়োজনের পর্দা নামে।

শীতের শুরুতেই সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো—এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেয় উষ্ণতা, ভালোবাসা ও মানবতার এক উজ্জ্বল বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন