রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মাওলানা মো. মুহিবুর রহমান। গত ২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভা এবং ৬ নভেম্বর ২০২৫ একাডেমিক কাউন্সিলের ২৬৭তম সভায় তাঁর ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে “Institutional Zakat Management in Bangladesh: Practices, Potentials, and Challenges” শিরোনামে গবেষণা সম্পন্ন করেন। তাঁর সুপারভাইজার ছিলেন আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
মাওলানা মুহিবুর রহমান ১৯৮৭ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কারী ইলিয়াছুর রহমান ও মাতা নেওয়া বেগম। শিক্ষা জীবনে তিনি চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা থেকে আলিম এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আত-তাখাসসুস ফিল-ফিকহি ওয়াল ইফতা ডিগ্রিও লাভ করেন।
২০১৫ সালে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক (ইসলামী শিক্ষা) হিসেবে যোগদান করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক (ইসলামী শিক্ষা) ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা-এ কর্মরত।
