জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ শাকসুর পরিবহন সম্পাদক পদে মনোনীত


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামের সন্তান মোহাম্মদ ইব্রাহিম সৌরভ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে পরিবহন সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি ছাত্র শিবির সমর্থিত “দুর্বার সাস্টিয়ান ঐক্য” প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে তিনি সমাজকর্ম বিভাগে মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত।

মনোনয়ন পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সৌরভ বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আন্তরিকভাবে কাজ করাই তার মূল অঙ্গীকার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ, কার্যকর ও স্বচ্ছ করতে তিনি ভূমিকা রাখতে চান।

জকিগঞ্জের শিক্ষার্থী হিসেবে শাকসু নির্বাচনে তার অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন