গোয়াইনঘাটে মডেল একাডেমি বাংলা বাজারে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ‎অনুষ্ঠিত


গোয়াইনঘাট প্রতিনিধি:


‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মডেল একাডেমি বাংলা বাজারের আয়োজনে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মডেল একাডেমির মিলনায়তনে একাডেমির পরিচালকের সঞ্চালনায় এবং ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়াই নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশপ্রেম, সৎ চরিত্র এবং কারিগরি জ্ঞান অর্জন ভবিষ্যৎ জীবনে সহায়ক ভূমিকা রাখবে।


‎তিনি আরও বলেন, মডেল একাডেমি বাংলা বাজার প্রতিষ্ঠার ফলে এলাকার শিক্ষার্থীরা ভালো শিক্ষার সুযোগ পাচ্ছে। তাদের এ সফলতার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, স্থানীয় মুরব্বি মদরিস আলী, স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান এবং রমজান রুপজান বাগের একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
‎এছাড়াও উপস্থিত ছিলেন মডেল একাডেমির পরিচালক তোফায়েল আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন, সহ-সভাপতি বেলাল আহমদসহ আরও অনেকে।
‎শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন