নবী করীম (স)-এর আদর্শ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য — মাও. আহমদ হাসান চৌধুরী ফুলতলী


নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, মুসলমানের জীবনে দুনিয়ার চাকচিক্যের কোনো মূল্য নেই; প্রকৃত সফলতা হলো নবী করীম সা.-এর আদর্শকে আঁকড়ে ধরা। তিনি বলেন, “সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু দ্বীনের পথ কখনো বদলায় না। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মানকে উচ্চ করে দেন। তাই তালামীযে ইসলামিয়ার কর্মীদের নম্রতা, শালীনতা ও সংযমই হতে হবে পরিচয়।”

শনিবার (১৫ নভেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী আরও বলেন, “ইসলামের নামে যদি কেউ বিভ্রান্তি ছড়ায় বা রাসূল সা.-এর শানে বেয়াদবি করে, তালামীযে ইসলামিয়ার কর্মীরা অবশ্যই তা রুখে দেবে। তবে জবাব হবে শালীন, যুক্তিপূর্ণ ও সংযত ভাষায়—কারণ আমাদের আদর্শ শাহজালাল (রহ.) সহ আউলিয়ায়ে কিরামের আদর্শ।”

ঢাকাস্থ দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম. আবু বকর সিদ্দীক বলেন, “আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর আদর্শ লালন করেই আমাদের এগোতে হবে। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে দাঈ, মুহাদ্দিস, মুফাসসির ও উচ্চশিক্ষিত দক্ষ কর্মী গড়ে তোলাই হবে আগামী দিনের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “স্লোগান শক্তি দেয়, কিন্তু সংগঠন টিকে থাকে যোগ্যতা ও ভদ্রতার ওপর।”

সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ছায়িদ মুহাম্মদ আশিকের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন— কবি কালাম আজাদ, শাবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, মাওলানা মো. কুতবুল আলম, মাওলানা নজমুল হুদা খান, মাওলানা আতাউর রহমান, মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া সিলেট মহানগর, সিলেট পশ্চিম জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, গোলাপগঞ্জসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন