পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রেজাউল করিম (৩৫) এর সাথে তার স্ত্রী সাহিদা বেগম-এর পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক স্বামী রেজাউল করিম ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।
ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নিহত সাহিদা বেগমের এক খালাতো ভাই গণমাধ্যমকে জানান, "আমাদের বোন গত কিছুদিন ধরে খুব নির্যাতনের মধ্যে ছিল। বারবার সে আমাদের বলত তাকে স্বামীর বাড়ি থেকে যেন নিয়ে যাওয়া হয়। আমরা ভেবেছিলাম হয়তো কয়েকদিন পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আজ এই দুঃখজনক ঘটনা ঘটল।"
তিনি আরও অভিযোগ করেন, "আমরা যতটুকু শুনেছি, আমাদের বোন জামাই যে ঘটনাটি ঘটিয়েছেন, এ ঘটনায় আমাদের তালই-মাওই (শ্বশুর-শাশুড়ি) জরিত আছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান
