![]() |
| ছবি : ক্রিকইনফো |
ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে যেন প্রতি ম্যাচেই থাকছে নতুন নাটক। শারজাহর মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একবার আফগানিস্তানের দিকে, তো আরেকবার বাংলাদেশের দিকে দুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত থমকে গেল টাইগারদের দিকেই। শেষ মুহূর্তের নুরুল হাসান সোহান-শরিফুল জুটির অবিশ্বাস্য দৃঢ়তায় ২ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে আফগানিস্তান ১৪৭ রান সংগ্রহ করে, যেখানে ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৩৮ রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের শিকার ছিল দুটি করে উইকেট।
রান তাড়ায় নেমে আবারও বাংলাদেশের টপ অর্ডার ছিল ব্যর্থ। পাওয়ার প্লে-তেই মাত্র ২৪ রানে হারায় ৩ উইকেট। জাকের আলী ও শামীম পাটোয়ারীর ব্যাটে দল ম্যাচে ফিরলেও, তাদের বিদায়ের পর ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের আশা প্রায় ফিকে হয়ে যায়। সেখান থেকে ৯ নম্বরে নেমে আসা অভিজ্ঞ নুরুল হাসান সোহান দলকে শুধু জেতালেনই না, এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ ট্রফিও এনে দিলেন। এই জয়ে শারজাহতে বাংলাদেশের সিরিজ নিশ্চিত হলো।
