জকিগঞ্জে নোমান হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের পথে

স্ত্রী-শ্যালককে ঘিরে সন্দেহের জাল ঘনিভূত, শ্যালক হানিফ সুমন আটক

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলার ঘটনায় তাঁর শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। আটক হানিফ আহমদ সুমনের বাড়ি উপজেলার ঘেচুয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নোমান উদ্দিনের মেয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তের অংশ হিসেবে শ্যালক হানিফ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন; ঘাতক স্বামী গ্রেপ্তার

এর আগে, নোমান উদ্দিনের লা-শ উদ্ধারের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাটির রহস্য কাটেনি। স্থানীয়দের অভিযোগ—নোমান উদ্দিনকে তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও শ্যালক সুমন মিলে খুন করেছে। কারণ হিসেবে বলা হয়, হত্যার পর বাড়ি থেকে ধানক্ষেত পর্যন্ত পায়ের ছাপ পাওয়া গিয়েছিল, যা হত্যার স্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এদিকে নি-হ-তের ভাই রিয়াজ উদ্দিন প্রকাশ্যে অভিযোগ করে বলেন, “আমার ভাইকে তারা ভাই-বোন মিলে হত্যা করেছে।” বাড়ির সিসি ক্যামেরা সরিয়ে ফেলার ঘটনাকেও তিনি হত্যার গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উল্লেখ করেন।

ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ বলেন, “আমরা শুরু থেকেই মনে করছি, এ হত্যাকাণ্ডে স্ত্রী ও শ্যালকের সম্পৃক্ততা রয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “নোমান উদ্দিন হত্যা মামলায় তদন্ত চলছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাতে এখনই সময় আসেনি।”

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিকেলে জকিগঞ্জ উপজেলার পূর্ব মানিকপুর গ্রামে শায়লা স্মৃতি হাসপাতালের পাশে ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লা-শ উদ্ধার করা হয়। নিখোঁজের দুই দিন আগে তিনি কালিগঞ্জ বাজারে দোকানে গিয়ে আর বাড়ি ফেরেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন