গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাথে ওসির মতবিনিময়

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক জরুরি: নবাগত ওসি তরিকুল


গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেছেন— “অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কঠিন।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গোয়াইনঘাট থানার ওসি কার্যালয়ে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওসি তরিকুল ইসলাম আরও বলেন, “বিশেষ করে মাদক নির্মূল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে তথ্যভিত্তিক সাংবাদিকতা বড় ভূমিকা রাখে। কোনো সাংবাদিক তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশের সময় হুমকির মুখে পড়লে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”

সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল মালিক, সহ-সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন ও নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ।

এসময় মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুবেল আহমদ, গোয়াইনঘাট দর্পনের প্রতিনিধি ইমরান আহমদসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন