আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি


বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বুয়েন্স এইরেসের মনুমেন্টালে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়ামে বিদায় জানাবেন। মেসির শেষ খেলার জন্য স্টেডিয়ামে হাজির থাকবেন তার স্ত্রী, সন্তান, বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়রা।

মেসি সম্প্রতি ইনজুরি থেকে ফিরে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার জন্য তার ফিটনেস এবং কৌশলগত পরিকল্পনা গুরুত্বপূর্ণ। কোচ লিওনেল স্কালোনি মেসিকে পুরো ৯০ মিনিট খেলাচ্ছেন না; কখনও শুরুতে বেঞ্চে রাখছেন, কখনও দ্বিতীয়ার্ধে বদলি করছেন। ভেনেজুয়েলার বিপক্ষে মেসির খেলা কেমন হবে, তা পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার দলের পরিকল্পনার ওপর।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বলছে, মেসিকে যদি শুরুতেই সংবর্ধনা দেওয়া হয়, তবে তিনি একাদশে থাকতে পারেন। আক্রমণে তার সঙ্গে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদাকে। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, ডি পল ও লিয়ান্দ্রো পারদেসের খেলার সম্ভাবনা বেশি। রক্ষণে থাকবেন ক্রিস্টিয়ানো রোমেরো ও নিকোলাস ওতামেন্ডি। উইং ব্যাকে থাকতে পারেন নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা।

সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ডি পল, লিয়ান্দ্রো পার্দেস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

মেসির বিদায়ের এই মুহূর্ত শুধু আর্জেন্টিনার জন্য নয়,ফুটবল বিশ্বের ইতিহাসেও এক অবিস্মরণীয় রাত হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন