বিয়ানীবাজারের উন্নয়ন নিয়ে ইউএনও’র সাথে জমিয়ত প্রার্থীর বৈঠক


বিয়ানীবাজার উপজেলার রাস্তাঘাট, নদীভাঙন ও বাজার ব্যবস্থাপনাসহ নানা নাগরিক সমস্যা নিয়ে সিলেট-৬ আসনের জমিয়তে উলামা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা মুন্নার সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন ও কাঁচাবাজার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এসব কাজে জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আতিকুর রাহমান, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক সাহেদ আহমদ, পৌর জমিয়তের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ, পৌর যুব জমিয়তের সভাপতি মনজুরুল হাসান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন