জকিগঞ্জ পৌরসভায় চালু হল ডিজিটাল সেবা

 


জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল সেবা। বৃহস্পতিবার বিকালে এ সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ এবং যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক পৌর কাউন্সিলর রিপন আহমদ ও শামীম আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুব জামায়াত নেতা মিজানুর রহমান ও রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশনের নুরুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের পারভেজ আহমদ ও রাশেদ আহমদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের সনদ ও প্রত্যয়নপত্রের জন্য আবেদন ও গ্রহণ করতে পারবেন। এর ফলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং ভোগান্তি কমে আসবে। তিনি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জকিগঞ্জ পৌরসভার সেবা গ্রহণে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন