সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, “দেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ওলামায়ে কেরামগণের অবস্থান জনগণের সবচেয়ে কাছাকাছি। সমাজের নৈতিক উন্নয়নে আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা অত্যন্ত মূল্যবান ও কার্যকর। সত্য ও ন্যায়ের কথা নির্ভীকভাবে উচ্চারণ করতে হবে।”
তিনি সৎ ও স্বল্প আয়ে সন্তুষ্ট থেকে দায়িত্ব পালনকারী আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সকল সুখ-দুঃখে আমি আপনাদের পাশে আছি। সিলেটের উন্নয়নে আপনারা উদার চিত্তে এগিয়ে আসুন।”
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলেম-ওলামাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অংশগ্রহণকারী ওলামায়ে কেরাম নবনিযুক্ত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে সিলেটের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে একাধিক দাবি-দাওয়া উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে দুর্ব্যবহার বন্ধ,
নগরীতে চুরি-ছিনতাই রোধ,
ক্বীন ব্রিজে হকারদের দখল বন্ধ,
শাহজালাল ও শাহপরান (রহ.) দরগাহ এলাকায় অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ,
মাজারের আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাব গ্রহণ ও জনকল্যাণে ব্যবহার,
অযৌক্তিকভাবে ইমামদের চাকরিচ্যুতি বন্ধ,
সিলেট সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন,
কুমারগাঁও এলাকায় জুয়ার আসর প্রতিরোধ,
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়ন।
এছাড়া তারা সিলেটের চিকিৎসা খাতের উন্নয়ন, নগরীর আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, মসজিদ-মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা চালু, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, প্রাথমিক স্তরে গান ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ বন্ধ, কলেজ পর্যায়ে ইসলামিক স্টাডিজের শূন্যপদ পূরণ, পাহাড় ও টিলা কাটা বন্ধ, ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।
আলেম সমাজ জেলা প্রশাসককে অনুরোধ করেন যেন তিনি প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন—ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমদ খান, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানি, জেলা সভাপতি এডভোকেট মাওলানা এহসান উদ্দিন, কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা শাহ আলম, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, দারুল আজহার মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, কুদরত উল্লাহ জামে মসজিদের খতীব মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ সুলাইমান, শাবিপ্রবি জামে মসজিদের খতীব মাওলানা মুতিউর রহমান, লেখক ও গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ, দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ এবং দারুস সালাম মাদরাসার উস্তাদ মাওলানা নেয়ামতুল্লাহ খাসদবরী।
এছাড়াও সিলেটের বিভিন্ন এলাকার শতাধিক প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম প্রাণবন্ত এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক সারওয়ার আলম আলেমদের উত্থাপিত দাবির বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বলেন, “সিলেটের সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
