![]() |
| সংগৃহীত ছবি |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়াকে ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন। তার একাধিক সোর্স থাকায় আগাম তথ্য পেয়ে গ্রেপ্তার এড়িয়ে যাওয়া ছিল নিয়মিত ঘটনা।
এই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করতে এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে এবং কনস্টেবল রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে তার স্বামী সেজে মোটরসাইকেলে যোগে স্বপন মিয়ার বাড়িতে যান।
ছদ্মবেশী ওই দুই পুলিশ সদস্য বাড়িতে প্রবেশ করে স্বপন মিয়াকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন বলে জানান ওসি।
পুলিশের ভাষ্য, স্বপন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিনের চেষ্টার পর ছদ্মবেশে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
