সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত সক্রিয়করণের বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জকিগঞ্জ উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান প্রশিক্ষণ প্রদান করেন।
