জকিগঞ্জে গ্রাম আদালত বিষয়ে ডিএমআইই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত সক্রিয়করণের বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জকিগঞ্জ উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান প্রশিক্ষণ প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন