সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন বঞ্চিত মিজান চৌধুরীর গণ-সমাবেশ

 


শাহ্ মাশুক নাঈম

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের অংশগ্রহণে ‘ধানের শীষ’ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে এক শক্তি–প্রদর্শনমূলক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন।

রোববার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট চত্বরে আয়োজিত সমাবেশে ছাতক পৌরসভা, দোয়ারাবাজার ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করে যোগ দেন। সমাবেশমুখী মিছিলগুলোতে শোনা যায় স্লোগান “দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই”,“হবে হচ্ছে মানি না, মিজান ছাড়া বুঝি না।”

প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন, “আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরছি, ধানের শীষের পক্ষে কথা বলছি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার প্রাথমিক পর্যায়ে মনোনয়ন পাইনি, তবে সাধারণ মানুষের আবেগ ও সমর্থনের ভিত্তিতে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে বিশ্বাস করি।”
তিনি চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন। পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন