জকিগঞ্জে লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে দিনব্যাপী মাসআলা-মাসাইল প্রশিক্ষণ সম্পন্ন


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের নিয়ে লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে দিনব্যাপী জরুরি মাসআলা-মাসাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ফুলতলী ছাহেব বাড়ীতে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার শতাধিক ইমাম-খতীব অংশগ্রহণ করেন।

লতিফিয়া ইমাম সমিতির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন—

  • বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী,
  • দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামী’র চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী,
  • বরেণ্য আলেম মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী,
  • বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রশিক্ষণে সমকালীন ফিকহি জটিলতা, ইমামদের দায়িত্বশীলতা, মসজিদ ব্যবস্থাপনা, জরুরি মাসআলা-মাসাইলের সঠিক দিকনির্দেশনা এবং সামাজিক-ধর্মীয় বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে। অংশগ্রহণকারী ইমাম-খতীবরা এই প্রশিক্ষণকে যথাযথ সময়ে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন।

দিনব্যাপী এই কর্মশালাটি জকিগঞ্জে ধর্মীয় নেতৃত্বের মানোন্নয়ন এবং মসজিদভিত্তিক সেবামূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন