বোলারদের মঞ্চে ব্যাটারদের ঝলক : সিরিজে ৩ -০ ব্যবধানে আফগানিস্তানকে হারাল টাইগাররা
২০১৮ সালে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পর, এবারই তিন ম্যাচের সিরিজে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ প্রতিশোধ নিল টাইগাররা।
ব্যাট হাতে সাইফ হাসান মঞ্চ মাতানোর আগে বল হাতে দারুণ পারফর্ম করেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। মাত্র ৩ ওভারে ১৫ রান খরচ করে তিনি তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব, দুজনেই শিকার করেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। দলের হয়ে ডারউইশ রাসুলি ২৯ বলে ৩২ রান এবং সেদিকউল্লাহ আতাল ২৩ বলে ২৮ রান করেন। শেষদিকে মুজিব উর রহমান ১৮ বলে ২৩ রানের ক্যামিও খেলেন।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (১৬ বলে ১৪) এবং তানজিদ হাসান তামিম (৩৩ বলে ৩৩)। ওপেনিং জুটি ২৪ রানে ভাঙলেও, এরপর ক্রিজে আসা সাইফ হাসান যেন ব্যাটকে তলোয়ার বানিয়ে আফগান বোলারদের ওপর চড়াও হন।
আগ্রাসী মেজাজে শুরু থেকেই খেলতে থাকেন সাইফ। এক প্রান্ত ধরে দ্রুত গতিতে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়ান তিনি। অধিনায়ক জাকের আলি অনিক (১০) এবং শামীম হোসেন পাটোয়ারীর (০) বিদায়ের পর কিছুটা চাপ সৃষ্টি হলেও, সাইফ তার স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যান। শেষদিকে অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে (১০) নিয়ে তিনি দলকে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় এনে দেন। সাইফ হাসান অপরাজিত থাকেন ৬৪ রানে।
আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান নেন ২ উইকেট। আব্দুল্লাহ আহমেদজাই এবং আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।
