সিলেটের জকিগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিচালক জাকারিয়া জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। পাশাপাশি ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে শিক্ষক ও সাংবাদিক আল মামুন, জোসনা খানম, ছিদ্দিকুর রহমান, সেলিনা চৌধুরী ও সুফিয়া বেগমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সারওয়ার হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদন দত্ত ও আব্দুস শহিদ শাকির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক জামি চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগমসহ আরও অনেকে।
বসুন্ধরা শুভ সংঘ ইতোমধ্যেই পরিচ্ছন্নতা, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি, পথশিশুদের স্কুল, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণসহ নানা মানবিক কার্যক্রমে প্রশংসিত হয়েছে।
শুভ সংঘের দায়িত্বশীলদের এই উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে “শুভ কাজে সবার পাশে” থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
