জকিগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
দেশব্যাপী একযোগে পালিত এই কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জের স্বাস্থ্য সহকারীরাও ৬ দফা দাবির পক্ষে আন্দোলনে অংশ নেন। দাবিসমূহের মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি সংযুক্তি, ১৪তম গ্রেডে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা টিকাদানসহ যে সব দায়িত্ব পালন করি, তা সম্পূর্ণরূপে টেকনিক্যাল হওয়া সত্ত্বেও এখনো আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে আমরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।”
তারা আরও জানান, “আমরা পূর্বেই স্মারকলিপি ও লিখিত আবেদনের মাধ্যমে কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো জানিয়েছি। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদানসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।”
দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে আন্দোলনরতরা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে।
