আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না” — মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি

জকিগঞ্জে প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

“আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না” — মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি


জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, “আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না। আমি আগামী পাঁচ বছরের ব্যয়কে আমার মালী ইবাদত হিসেবে নিয়েছি।”

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি নেতৃত্ব দিতে আসিনি, বরং বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে এসেছি। আমি আপনাদের বন্ধু হয়ে মিলেমিশে কাজ করতে চাই। হাজার কোটি টাকার বাজেট এলেও আমার জন্য এক টাকারও ভাগ থাকবে না।”

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি হুছামুদ্দীন চৌধুরী বলেন, “সরকারি বেতনভাতা ও প্রাপ্ত সুযোগ-সুবিধায় আত্মতুষ্ট না থেকে জনসেবাকে ইবাদত মনে করলে উন্নয়নের গতি সঞ্চার হবে।”

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ ও দোয়ায় এ অঞ্চলের জন্য শতশত কোটি টাকার বিশেষ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আগের সংসদ সদস্যের আমলে শুরু হওয়া কাজগুলোও চলমান থাকবে, প্রয়োজনে রি-টেন্ডার করে গতি ফিরিয়ে আনবো।”

তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জকিগঞ্জ-কানাইঘাটের বঞ্চিত মানুষের অধিকার আদায়ে একসাথে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও কবি এম.এ. ফাত্তাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতলিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আজির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল আলম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন