সিলেট-জকিগঞ্জ রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, দুই যাত্রী গুরুতর আহত


জকিগঞ্জ প্রতিনিধি 

সিলেট-জকিগঞ্জ সড়কের জায়গীরদার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশাটি দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকার্যে এগিয়ে আসেন এবং আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করেছে কি না—এ বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত জানায়নি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন