জকিগঞ্জ সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় পণ্য সহ আটক ২

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) ও রোববার (২৪ নভেম্বর) ১৯ বিজিবির আওতাধীন পৃথক এলাকায় অভিযান পরিচালিত হয়।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় অত্র ব্যাটালিয়নের অধীন ডোনা বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) এবং কিশোরগঞ্জ জেলার সজল দাসকে (২৯) আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রোববার আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৫ হাজার ৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি চিনি, ৪২ হাজার পিস পাতার বিড়ি এবং ১টি মাঝারি টাটা ট্রাক জব্দ করে। আটক মালামালের বাজার মূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬ টাকা।

এর আগে শনিবারে একই এলাকা থেকে মিছরি গুড়া ৬২৫০ কেজি, ভারতীয় চিনি ২১০০ কেজি ও একটি ট্রাক জব্দ করা হয়। এসবের বাজার মূল্য ৩২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, জব্দকরা মালামালের সর্বমোট বাজার মূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এসব মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রেখেছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন