ইসলামী ব্যাংকে এমসিজি পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যাসেঞ্জার-কাম-গার্ড (এমসিজি) পদে নারী ও পুরুষ প্রার্থী গ্রহণ করবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য
• প্রতিষ্ঠান: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
• পদের নাম: ম্যাসেঞ্জার-কাম-গার্ড (এমসিজি)
• পদসংখ্যা: উল্লেখ নেই
• চাকরির ধরন: ফুলটাইম
• প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
• বয়সসীমা: ১৮–৩২ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
• অন্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা
• অভিজ্ঞতা: লাগবে না

ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা পূরণ করা প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

বেতন-ভাতা ও কর্মস্থল
• বেতন: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে
• কর্মস্থল: দেশের যেকোনো শাখায় কাজের মানসিকতা থাকতে হবে
• অন্যান্য সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী সুবিধা দেওয়া হবে

আবেদনের নিয়ম
• প্রার্থীদের নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করতে হবে
• আবেদন ফরমে ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি ও ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর যুক্ত করতে হবে
• সব তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে
• আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫

বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন >>https://career.islamibankbd.com/job_detail.php?job_id=MTY1


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন