সিলেটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু


জকিগঞ্জ প্রতিনিধি : 

সিলেট শহরে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় পড়ে গিয়ে জকিগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহফুজ আহমদ। তিনি জকিগঞ্জ উপজেলার হানিগ্রাম এলাকার হাফিজ মিয়ার ছেলে।

জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে গ্রাম থেকে সিলেট শহরে আসেন মাহফুজ। শনিবার (২৩ আগষ্ট) সকালে তিনি কর্মরত অবস্থায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে সহকর্মীরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহফুজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। তরুণ এই যুবকের মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের মাতম চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন