জকিগঞ্জ প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে অনৈতিক কাজে প্ররোচনা দেওয়ার অভিযোগের জেরে তাঁর অপসারণ দাবি করেছেন ইফার ৬৪ জন শিক্ষক। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এ দাবি জানান ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার শিক্ষকরা।
লিখিত অভিযোগে বলা হয়, সম্প্রতি হাবিবুর রহমান এক কিশোরকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেন। ঘটনাটি জানাতে গত ১৭ অক্টোবর ওই কিশোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগকারী শিক্ষকরা বলেন, এ ঘটনায় ইফার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে তাঁকে দ্রুত অপসারণ করা জরুরি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়- অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন অভিযুক্ত ফিল্ড সুপারভাইজার।
এ ব্যাপারে হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে সংক্ষেপে জানিয়ে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল বলেন, “১৭ অক্টোবর কিশোরের অভিযোগটি গ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশনের সিলেট কার্যালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। আজ (বৃহস্পতিবার) নতুন করে ৬৪ জন শিক্ষক তাঁর অপসারণ চেয়ে দরখাস্ত দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ষড়যন্ত্র চলছে ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে
উত্তরমুছুন